logo
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২৪
১৬৯ দিন পর ভারতে মেট্রোরেল সার্ভিস চালু
অনলাইন ডেস্ক

১৬৯ দিন পর ভারতে মেট্রোরেল সার্ভিস চালু

করোনাভাইরাসের কারণে ভারতে বন্ধ হয়ে গিয়েছিল মেট্রোরেল সার্ভিস। ১৬৯ দিন বন্ধ থাকার পর দিল্লি মেট্রোরেল করপোরেশনের মেট্রোসার্ভিস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর প্রকাশ করেছে।

তবে ওই খবরে সরকারের বরাত দিয়ে বলা হয়েছে, যেসব শহরে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে, সেসব শহরে মেট্রো সার্ভিস বন্ধ থাকবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি, নয়দা, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, মুম্বাই, জয়পুর, হায়দরাবাদ, নাগপুর, কলকাতা, গুজরাট এবং উত্তর প্রদেশের মেট্রো কর্তৃপক্ষ তাদের নিয়মিত কার্যক্রম চালু করার প্রস্তুতি নিচ্ছে। 

তবে মহারাষ্ট্রের মেট্রো সার্ভিস এখনই চালু হচ্ছে না।

এছাড়াও, মেট্রোরেল সার্ভিসে যাত্রীদের সার্বক্ষণিক সহায়তা করতে ও যাত্রা নিরাপদ করতে সহস্রাধিক নতুন কর্মী নিয়োগ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

করোনায় এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৪২ লাখ আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়।