গোপালগঞ্জে অভিযানে চালিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ সহ ডাঃ শেখ লুৎফর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে শহরের কবরস্থান রোড মিয়াপাড়া এলাকায় লাবিবা পলি কিনিকের মালিক ডাঃ শেখ লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির আলমারি থেকে কয়েকটি কার্টুন ভর্তি অবস্থায় বিপুল পরিমান সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ডাঃ লুৎফর রহমানকে ১ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
জনমনে প্রশ্ন এটাই যে কি ভাবে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত ওষুধ প্রাইভেট কিনিকে পাওয়া যায়। সরকারি ওষুধ পাচারের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি সাধারন মানুষের।