logo
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩০
পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় আরো ৪ জঙ্গি গ্রেফতার
অনলাইন ডেস্ক

পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় আরো ৪ জঙ্গি গ্রেফতার

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির আরো ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার সকালে সিটিটিসি উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে (১১ আগস্ট) সিলেট থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)।

গত ২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টনে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। ওই ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়।