২০১৬ সালে মুক্তি পাওয়া সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান কাশ্মীরের মেয়ে জাইরা ওয়াসিম। বক্স অফিসে ব্লকবাস্টার হয়। পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামেই পরিচিত। তবে সম্প্রতি তাঁর পেশা ‘ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ বলে অভিনয় ছাড়ার ঘোষণার পর আলোচনার কেন্দ্রে এ অষ্টাদশী।
গত রোববার নিজের ফেসবুক পেজে বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান জাইরা ওয়াসিম। ধর্মীয় কারণ দেখিয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত তাঁর। বলেন, পেশার কারণে ‘ধর্মের সঙ্গে আমার সম্পর্ক হুমকির মুখে।’
বলিউড ছাড়ার সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়েন জাইরা ওয়াসিম। রাভিনা ট্যান্ডন তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলেন। যদিও তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেকে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থেকে বলিউড তারকারাও সহমর্মিতা প্রকাশ করেছেন। ‘দঙ্গল’ পরিচালক নীতেশ তিওয়ারি বলেন, যদিও এ ঘোষণায় তিনি কষ্ট পেয়েছেন, তবু দিনশেষে এটা তাঁর জীবন। নতুন প্রতিবেদন বলছে, কট্টরপন্থীদের চাপের মুখে জাইরা বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি ভিডিও ওই ‘চাপের’ সাক্ষ্য দিচ্ছে বলেও জানিয়েছে প্রতিবেদনটি। এরপর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রাভিনা।
জাইরার সিদ্ধান্তের পর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন বলিউড তারকারা।
আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ করেও মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাইরা ওয়াসিম। আগামীতে মুক্তি পেতে চলা ‘দ্য স্কাই ইজ পিংক’-এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকার সঙ্গে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে তিনিই। প্রিয়াঙ্কা তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির নির্মাতাদের জাইরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি। একটি ঘনিষ্ঠ সূত্র দৈনিকটিকে বলেছে, ‘১১ অক্টোবর মুক্তির দিন সামনে রেখে নির্মাতাদের পরিকল্পনা ছিল, আগস্টের শেষের দিকে প্রচারণা শুরু করবেন। রোববার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি (জাইরা) স্পষ্টতই সিনেমার সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করেছেন। ছবির প্রচারণায় অংশ নেবেন না মর্মে নির্মাতাদের কাছে অনুরোধও করেছেন।’
জাইরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাতা সোনালি বোস। বার্তা সংস্থা পিটিআইকে সোনালি বলেছেন, ‘জাইরার মতো মেধাবী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা সৌভাগ্যবান।’
সোনালি বোস পরিচালিত ও জাইরা ওয়াসিম অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। এটিই জাইরার শেষ সিনেমা। এতে আরো রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। সূত্র : ইন্ডিয়া টিভি