logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪১
সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের নতুনবাবুপাড়া পৌরসভা সড়কে সংগঠনের স্থায়ী কার্যালয়ে ওই মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সমাজ সেবা অধিদফতরের সহকারি পরিচালক (এডি)  নুসরাত ফাতেমা।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান ও সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক সাবু।

পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা, সৈয়দপুরে প্রথম মহামুক্ত দলের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম বুলবুল।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌর সভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু প্রমূখ।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক এসকে কাইয়ুম,  প্রতিষ্ঠাতাকালীণ সমস্য সাব্বির আহমেদ শিমু, মুকুল রেজা, হারুন অব-রশিদ, ডলফিন, রাইসুল আরেফিন রিজভীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি নীলফামারী সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক নুসরাত ফাতেমা শহরের নতুনবাবুপাড়া পৌরসভা সড়কে সংগঠনের স্থায়ী কার্যালয়ের সামনে রিকশা চালকদের মধ্যে মাস্ক তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

শেষে প্রধান অতিথি পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের অঙ্গ সংগঠন পূবালী স্কাউটস্ পাঠাগার পরিদর্শন করেন। এ সময় তিনি  শহীদ স্মৃতি অম্লান চত্বরের জিআরপি মোড়স্থ সংগঠনের পাঠাগার ঘুরে ঘুরে দেখেন।  তিনি পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের  সেবামূলক নানাবিধ কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং প্রশংসা  করেন। পরে পরিদর্শন শেষে তিনি পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত,সৈয়দপুর শহরের পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব বৈশ্বিক প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দূভাব শুরুর পর থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নানা রকম স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্যানিটাইজার বিতরণ, বিলবোর্ড স্থাপন, রিলিফ বিতরণ প্রভূতি।