আপডেট : ৩ জুলাই, ২০১৯ ২০:৪৫
বগুড়া নামুজা নাথপাড়ায় ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন ও ভোগ মহোৎসব
ষ্টাফ রিপোর্টার
বুধবার দুপুরে বগুড়া সদরের নামুজা নাথপাড়া ভক্ততলা হরগৌরী মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়।উক্ত মহোৎসব অনুষ্ঠানের সভাপতি স্বপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হিসাব উদ্দিন হিরু, অনুষ্ঠানে উপদেষ্ঠা সুরেন্দ্র নার্থ পাল, সদস্য মনোরঞ্জন,প্রশুন্ন.সুশিল, বিনয় প্রমুখ।