logo
আপডেট : ৩ জুলাই, ২০১৯ ২১:৩৬
নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন

বগুড়ার নন্দীগ্রাম দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে। সাব-রেজিস্ট্রার নাজমুল হকের বিরুদ্ধে অবৈধভাবে উৎকোচ গ্রহণের অভিযোগ এনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়।আজ বুধবার বেলা ১১টায়  সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, সাব-রেজিস্ট্রার নাজমুল হক ২৪/০৯/২০১৭ খ্রিস্টাব্দে নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসে যোগদান করেন। যোগদানের পর বর্তমান সাব-রেজিস্ট্রার সরকারের নির্বাচনী অঙ্গিকার ও সরকারের “রুপকল্প-২০২১” ও “রুপকল্প-২০৪১” বাস্তবায়নের লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে জনসাধারণকে নূন্যতম সময়ের মধ্যে উন্নত ও কাঙ্খিত সেবা প্রদানের নিমিত্তে নিবন্ধন সম্পর্কিত সব তথ্য, সেবার তালিকা, মন্ত্রী পরিষদ নির্দেশিত সিটিজেন চার্টার , তথ্য অধিকার আইনের  আওতায় তথ্য প্রাপ্তির পদ্ধতি, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও আপিল নিষ্পত্তি কর্মকর্তার পূর্ণাঙ্গ তথ্য এবং নিবন্ধন সংশ্লিষ্ট সব খরচের হিসাব জাতীয় তথ্য বাতায়ন  সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বগুড়ার ওয়েবসাইট sr.nondigram.bogra.gov.bd sr.nondigram.bogra.gov.bd তে আপলোডসহ অত্র কার্যালয়ের নোটিশ বোর্ডে জনসাধরণরে বোধগম্য ভাষায় উপস্থাপন করেন। তিনি আরো বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রারের এসব জনবান্ধব কার্যক্রমে স্বীকৃতি স্বরুপ নন্দীগ্রাম উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলায় দ্বিতীয় সেরা পুরস্কার প্রাপ্ত হয়।

সংবাদ সম্মেলনে সাব-রেজিস্ট্রার নাজমুল হক ও দলিল লেখকদের নিয়ে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ করেন তিনি। এতে উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জলসহ দলিল লেখকগণ। এরপর তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।