logo
আপডেট : ৩ জুলাই, ২০১৯ ২১:৫১
বগুড়ায় যুবদল নেতা ১১৪ মামলার আসামী সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানার কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় যুবদল নেতা ১১৪ মামলার আসামী সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানার কারাদন্ড

বগুড়ায় পুলিশ কনস্টেবল রমজান আলীকে গলা কেটে হত্যা চেষ্টা মামলায় বগুড়ায় যুবদল নেতা মাসুদ রানাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার  তিনি স্বেচ্ছায় জেলা বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থণা করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কাস্টোডি ওয়ারেন্ট (সি ডাবলিউ) মূলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সম্পাদক ও বগুড়া শহর যুবদলের সভাপতি, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মাসুদ রানা মাসুদকে চলতি বছরের ১২ মার্চ ৩ বছরের সশ্রম কারাদন্ড দেন বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রবিউল আউয়াল।  রায় ঘোষনার দিন মাসুদ রানা বিজ্ঞ আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়। ওই মামলায় গতহ মঙ্গলবার বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কাস্টোডি ওয়ারেন্ট (সি ডাবলিউ) মূলে জেলা কারাগারে পাঠিয়ে দেন। উল্লেখ্য, এই মামলার অপর অভিযুক্ত তিন আসামি শাহীন, হোসেন আলী, বাবু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে সাজাপ্রাপ্ত যুবদল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সর্বমোট ১১৪ টি মামলা বগুড়ার আদালতে বিচারধিন রয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জয়পুরহাট জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল  রমজান আলী ঘটনার তারিখ ২০১৩ সালের ২৬ নভেম্বর বগুড়া দায়রা আদালতে ১১৩/২০১১  (স্পেশাল ট্রাইব্যুনাল) মামলার সাক্ষী শেষে জয়পুরহাট যাওয়ার জন্য বগুড়া শহরের ফুলদীঘি এলাকায় সিয়েসটা হোটেল এর সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। বিকেল  ৫টার দিকে পুলিশ কনস্টেবল রমজানকে উদ্দেশ্য করে আসামী মাসুদ রানা বলে আজ তোর সোর্সগিরি শিখিয়ে দেব। এ সময় অজ্ঞাতনামা ৪/৫জন আসামী রমজানের মাথা চেপে ধরে এবং মাসুদ ধারালো ছুরি  দিয়ে রমজানের গলা কেটে হত্যার চেষ্টা চালায়। গুরুতর রমজানকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরদিন ২৭ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর ২০১৩ বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এস আই  শাহীন চৌধুরী মাসুদ রানাসহ চারজনকে অভিযুক্ত করে ৩১ আগষ্ট ২০১৪ তারিখে আ্দালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত দ-বিধি ৩২৪ ধারায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহন শেষে এই রায় ঘোষনা করেন।