আপডেট : ৪ জুলাই, ২০১৯ ১৭:৩৪
পত্নীতলায় চকনিরখীন উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকনিরখীন উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল ইসলাম ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উক্ত সততা স্টোরের উদ্বোধন কালে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মুসহাক আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোর্শেদুল হক, স্থানীয় বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সোলায়মান আলী প্রমুখ। এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, উক্ত সততা স্টোরের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা আগামি কর্মজীবনে তথা দেশ গঠনে আদর্শ ও সৎ চরিত্রের অধিকারী হতে পারবে।