logo
আপডেট : ৬ জুলাই, ২০১৯ ১৩:২৯
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের সেমিফাইনাল খেলা চার দলের নাম এরই মধ্যে সবার জানা। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এই চার দলই খেলছে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল। তবে নিয়ম রক্ষার ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়ার। ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া খেলবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও লিগের খেলা শেষে চারটি দলের অবস্থান কী হবে, তা ঠিক করবে এই দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টায় মাঠে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার শক্তি ডেভিড ওয়ার্নার ও অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছন্দে রয়েছে। ব্যাটে বলে ছন্দে আছে দলের প্রায় সব খেলোয়াড়। তবে কিছুটা চিন্তায় থাকতে হতে পারে দুর্বল স্পিনের কারণে।

আর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার শক্তি ব্যাটিংয়ের মূল স্তম্ভ অধিনায়ক ফাফ ডু প্লেসি। অন্যদিকে বোলিংয়ে স্পিনার ইমরান তাহির টুর্নামেন্টে কিছুটা হলেও লড়াই চালিয়ে গেছেন এই পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার দুর্বলতা ব্যাটিং টপ অর্ডারে হাসিম আমলা, কুইন্টন ডি ককদের বিশ্বকাপে ব্যর্থতা। মূলত তাদের ব্যর্থতার কারণেই বিশ্বকাপ শেষ আফ্রিকার। একই সঙ্গে বল হাতে হতাশ করেছেন প্রোটিয়া শিবিরের অন্যতম ভরসা কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদি। ১৯৯৯ সালের সেমি ফাইনালসহ বিশ্বকাপে এখনো পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে অস্ট্রেলিয়া ও একবার জিতেছে দক্ষিণ আফ্রিকা।