দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার বড় জালালপুর গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।ধর্ষণের শিকার গৃহবধূ জানান, গ্রামের একটি সমিতির সদস্য হওয়ায় সকল সদস্যরা শুক্রবার রাতে পিকনিকের আয়োজন করে। আমার স্বামী আমাকে বাড়ীতে রেখে ওই পিকনিকের অনুষ্ঠানে খাবার আনতে যায়। এসময় সুযোগ বুঝে গ্রামের মুদী দোকানদার আমিনুল হোসেন (২৮) ঘরের ভিতরে ঢুকে আমাকে জোরপূর্বক ধর্ষন করতে গেলে আমি চিৎকার করি। তখন আমিনুল মুখ চেপে ধরে ধর্ষন করলে এসময় আমার স্বামী বাড়ীতে চলে আসলে আমিনুল পালিয়ে যায়।
ওই গৃহবধূ আরও জানান, ঘটনার পর থেকে গ্রামের কিছু মানুষ আপোষ-মিমাংসার জন্য আমাকে এবং আমার মাকে চাপ দিচ্ছে। তারা শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত আমাকে একটি বাড়ীতে আটক করে রাখে। খবর পেয়ে সাংবাদিকদের আমার সাথে কথার বলার জন্য আসলেও তাদের দেখা করতে দেইনি। একপর্যায়ে সাংবাদিকদের সহযোগিতায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। আমি আমিনুলের কঠিন শান্তি চাই।গৃহবধূর স্বামী সোবহান মিয়া এব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। এদিকে বড় জালালপুর গ্রামের স্থানিয় কাউন্সিলর মিনহাজুল ইসলাম জানান, এটা গ্রামের ব্যাপার। তাই উভয়ের মান সম্মানের জন্য আপোষ করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পরে তা সম্ভব হয়নি।ওই গৃহবধূর মা দেলোয়ারা বেগম জানান, গত ৮-৯ বছর আগে বড় জালালপুর গ্রামের সোবহান মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেই। তাদের ঘরে ৭ বছরের একটি মেয়েও আছে। আমরা গরীব হওয়ায় কি ধর্ষক আমিনুলের বিরুদ্ধে বিচার পাব না?হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।