logo
আপডেট : ৬ জুলাই, ২০১৯ ২০:৪৪
আগামীতে গ্রামকে শহরে পরিনত করতে জমির আইল না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে
ষ্টাফ রিপোর্টার

আগামীতে গ্রামকে শহরে পরিনত করতে জমির আইল
না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন আগামী একশ’ বছরের ভাবনায় দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির কর্মকান্ডের প্রশংসা করে বলেন করে বলেন, আগামীতে দেশের গ্রামকে শহরে পরিনত করতে জমির আইল না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে। এ জন্য তিনি রূপরেখা দেন। গ্রামের চাষ যোগ্য জমি গুলোর আইল অপসন করে একটি সমিতি তৈরী করে  কমিটির মাধ্যমে সমবায় ভিত্তিক কমিটির মাধ্যমে জামির পরিমান অনুযায়ী ফসল বন্টন করতে হবে। প্রাথমিক ভাবে প্রতিটি উপজেলায়  ইউনিয়ন মডেল হিসাবে বেছে নেয়া হবে। ইউনিয়নের গ্রামে গ্রামে একটি করে কমিটি গঠন করতে হবে। আমাদের লম্বা পথ অতিক্রম করতে হবে।এর জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয় মন্ত্রী, এমপিসহ জনপ্রতিনিধিদের মধ্যে দায়িত্ব বন্টন করা হবে। জমির আইল উঠিয়ে দিয়ে চাষেল আওতায় আনলে ২৪ থেকে ২৫ শতাংশ অতিরিক্ত ফসল উৎপাদন হবে। সরকারের লক্ষ্য শুধু খাদ্যের আভ্যন্তরিন চাহিদা মেটানো নয়। খাদ্য রফতানি করাও অণ্যতম লক্ষ্য ।

সরকারের এই সিদ্ধান্তের কারনে জাতি নতুন পথ দেখবে।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেন, “কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও ভাগ্যাহত কৃষককূলের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। দেশের সংকটকালীন মূহুর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে যে রূপরেখা প্রদান করেছিলেন পরবর্তীতে তা দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল। বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আমার গ্রাম আমার শহর-এর যে স্বপ্ন দেখছেন । সেই স্বপ্নের গ্রাম বিনির্মানে এবং সরকারের ২০২১ ও ২০৪১ এর রূপকল্পে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার যে প্রয়াস ব্যক্ত করেছেন সেখানে গ্রামগুলোতে নগর সুবিধার প্রসার বাড়ানো সম্ভব হলে বদলে যেতে পারে গ্রামীণ জনগণের জীবনচিত্র, দূর হতে পারে দারিদ্র, জীবনমান উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পৌঁছে যেতে পারে কাংখিত মধ্যম আয়ের দেশে।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইসিটি সেন্টারে বক্তব্য রাখা কালে তিনি আরও  বলেন, শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে বসে মানুষ পেতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, শপিং মলের  সকল সুেেযাগের সৃষ্টি হবে। সৃষ্টি হবে মানুষের  কর্ম সংস্থানের। আজ শনিবার দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইসিটি সেন্টারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদারের  সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য  হাবিবর রহমান,  রেজাউল করিম বাবলু , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন, সাঃ সম্পাদক মজিবর রহমান মজনু। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ আরডিএ বগুড়া’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অতিথিবৃন্দ আরডিএ’র প্রদর্শনী খামারের বিভিন্ন ইউনিটসমূহ পরিদর্শন করেন এবং আইটি সেন্টারের সামনে বৃক্ষরোপন করেন। এর আগে সকালে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় রংপুরে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), রংপুর স্থাপন শীর্ষক প্রকল্প পরিদর্শন করেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে অক্টোবর- ২০১৪ হতে সেপ্টেম্বর- ২০১৮ মেয়াদী প্রকল্পটি চলমান রয়েছে। প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প। উত্তর-পশ্চিম অঞ্চলের (গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট) গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে তাদের দারিদ্র বিমোচন করার নিমিত্তে  আরডিএ, বগুড়া’র অধীনে রংপুরের তারাগঞ্জ জেলায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র আদলে একটি স্বতন্ত্র একাডেমী স্থাপনের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এরপর মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় রংপুরে স্থাপিত গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত সমবায়ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট “পল্লী জনপদ” প্রকল্প ঘুরে দেখেন।