logo
আপডেট : ৬ জুলাই, ২০১৯ ২১:১৯
সারিয়াকান্দি ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আব্দুল মান্নান এমপি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারিয়াকান্দি ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আব্দুল মান্নান এমপি

বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান। শরিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন তিনি।পরে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুত তারিক মোহাম্মদ এর সভাপতিত্বে গমীর উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মান্নান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,  সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফুলবাড়ি গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্য মোকছেদুল আলম , ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাবুল ইসলাম পিস্তল প্রমুখ।