logo
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০ ২৩:৫২
বঙ্গবন্ধুর সোনার বাংলা সাম্প্রদায়িক সম্প্রতির দেশ- মজনু

বঙ্গবন্ধুর সোনার বাংলা সাম্প্রদায়িক সম্প্রতির দেশ- মজনু

বগুড়া জেলা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা সা¤্রদায়িক সম্প্রতির দেশ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ কাধে কাধ মিলিয়ে তাদের নিজ ধর্মের প্রতিটি ধর্মীয় অনুষ্টানে অংশগ্রহন করে। বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নে রোল মডেল। বিশ্বের উন্নত দেশ গুলোতে সাম্প্রদায়িক হাঙ্গা এখনও হয়, প্রতিনিয়ত মানুষ বর্ণবাদীর কারণে মারা পড়ছে। কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন বর্ণবাদ বা ধর্মবাদের ঠাই নাই। দেশের প্রতিটি ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। তাই আগামীতের নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পুজামন্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামীলীগের সহ সভাপতি টি জামান নিকেতা, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, শাহ মোহাম্মদ আকতারুজ্জামান ডিউক, প্রদীপ কুমার, এ্যাড. জাকির হোসেন নবাব, তপন চক্রবর্তি, আল রাজী জুয়েল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হোসেন, নাজমুল কাদির শিপন, সজল শেখ, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, তাকবীর, মুকুল, সজিব সহ  আরও অনেকে। এদিন সন্ধ্যায় বগুড়া জেলা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের দত্তবাড়ি, চেলোপাড়া, ডালপট্টি সহ বিভিন্ন পূজামন্ডপ  পরিদর্শন করেন।