logo
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০ ১৩:৫৬
দেশকে সুখি স্বনির্ভর সোনার বাংলা গড়তে শিক্ষার বিকল্প নেই
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

দেশকে সুখি স্বনির্ভর সোনার বাংলা গড়তে শিক্ষার বিকল্প নেই

নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল বলেন- দেশকে সুখি স্বনির্ভর সোনার বাংলা গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নসহ শিক্ষাবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়তে বদ্ধপরিকর। করোনাকালেও শিক্ষার্থীরা ঘরে বসে না থেকে অনলাইনে পড়াশুনা করছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই পাচ্ছে। শিক্ষাখাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এটি মাথায় রেখে নীলফামারী-৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জে শিক্ষাখাতে ব্যাপক কাজ উন্নয়নমূলক কা হাতে নেয়া হয়েছে। তিনি গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে এ কথাগুলো বলেন।

সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ ছোট’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল। এসময় উপস্থিত ছিলেন সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মাগুড়া ইউনিয়নের জাপা সভাপতি আখতারুজ্জামান মিঠু, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক আবু রায়হান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা একাডেমিক ভবনটি ২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। পরে তিনি মাগুড়া মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।