logo
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০ ১৩:৫৯
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি
অনলাইন ডেস্ক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

টালিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা আরও সংকটজনক। ভারতের বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভেন্টিলেশন সাপোর্টে অভিনেতা। স্বাভাবিকভাবে কাজ করছে না কিডনি। রাখা হয়েছে ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্টে। বেড়েছে মস্তিষ্কের অসাড়তা। ফুসফুসেও নতুন করে সংক্রমণের আশঙ্কা চিকিৎসকদের।

গত ৬ অক্টোবর থেকে বেলভিউয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা। ৯ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইটিইউতে নিয়ে যাওয়া হয়।

১৪ অক্টোবর তার করোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পরে তাকে নন-কোভিড আইটিইউতে স্থানান্তরিত করা হয়।