logo
আপডেট : ১ নভেম্বর, ২০২০ ১৩:১৭
২১দিনে পাথরে সাড়ে ৩কোটি রাজস্ব আদায় হিলি বন্দরে
হিলি (দিনাজপুর)

২১দিনে পাথরে সাড়ে ৩কোটি রাজস্ব আদায় হিলি বন্দরে

অক্টোবর মাসের ২১ দিনে ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। আর তা থেকে  ৩কোটি ৬৭ লাখ ৯৩ হাজার  ৭০০ টাকা রাজস্ব আদায় করেছেন বাংলাদেশ সরকার। বিষয়টি জানিয়েছেন হিলি  রাজস্ব কর্মকর্তা। 

 
হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন, ‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর নিয়ে থাকে। এবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।
 
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত অক্টোবর চলতি মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি করেছেন পাথর আমদানি কারকরা। এথেকে ৩কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি আরও জানান, স্থলবন্দরে রেল ও স্থল পথ দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং  পথর আমদানি স্বাভাবিক রয়েছে।