রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালক ও শ্রমিকরা।
আজ সোমবার সকাল থেকেই রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন রিকশা চালক ও শ্রমিকরা।
রিকশাচালকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা।
রিকশাচালকদের রাস্তা থেকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এসআই নজরুল।
প্রধান সড়কে রিকশা চলাচলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।