আপডেট : ৮ জুলাই, ২০১৯ ১৩:১৪
এসডিজি একশন প্লান বাস্তবায়নে সিএসডিপি প্রকল্পের মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আইকন সোসাইটির সহযোগিতায় এসডিজি একশন প্লান বাস্তবায়নে সিএসডিপি প্রকল্প শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বিকাল ৫ টায় শহরের বউ বাজার এলাকায় নিজ কার্যালয়ে টি এম লাইজুর সভাপতিত্তে এ সভায় প্রধান অতিথি ছিলেন ৪২ বগুড়া-৭ আসন এর মাননীয় এমপি মহাদয় মোঃ রেজাউল করিম বাবলু।
উক্ত সভায় মাননীয় নবএমপি মহাদয়কে ফুল এবং ক্রেস্ট দিয়ে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ৪২বগুড়া-৭ আসনের পিএ মোঃ রেজা, আলোকিত বগুড়া এর অ্যাড ফেরদৌসি আক্তার রুনা, আতাউর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগ এর নজরুল ইসলাম, মজনু, প্রভাষক তাপস কুমার সহ বগুড়ার সকল এনজিও এর চেয়ারম্যান ও কর্মীবৃন্দ।