আপডেট : ৮ জুলাই, ২০১৯ ১৩:৪৩
পাঁচবিবিতে ৭ জুয়াড়ী আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যার সময় উপজেলার খাশবাগরি রেল-লাইনের ধারে মতিনের বাড়িতে টাকা দিয়ে তাস খেলার সময় তাদের আটক করা হয়। আটক জুয়াড়ীরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
থানার পরিদর্শক মনসুর রহমান জানান, আটকরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় জুয়াড় আসর বসিয়ে জুয়া খেলে। খাশবাগি এলাকায় জুয়া চলছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেক আটক করে জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়।