logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০ ১৪:৪৯
পঞ্চগড় মেয়র পদে উজ্জলের মনোনয়ন দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় মেয়র পদে উজ্জলের মনোনয়ন দাবিতে মানববন্ধন

আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জলকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১৫টি পেশাজীবী সংগঠন।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আধাঘন্টা ব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে দাদা ভাই হকার্স সমিতির সভাপতি আব্দুর রহিম খোকা, পূর্ব জালাসী কৃষক সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভূমিজ উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার মেয়র পদটি বিএনপির দখলে রয়েছে। আওয়ামীলীগ থেকে যোগ্য প্রার্থী দিতে না পারায় প্রতি নির্বাচনে ভরাডুবি হচ্ছে। আওয়ামীলীগ মতাদর্শের মেয়র না থাকায় পৌরসভায় উন্নয়নসহ বিভিন্ন কাজকর্ম বাঁধাগ্রস্ত হচ্ছে। বিএনপি মেয়র তার নিজস্ব লোকজনদের বিশেষ সুবিধা দিচ্ছেন। তাই আসন্ন নির্বাচনে তারা আওয়ামীলীগ থেকে যোগ্য প্রার্থী হিসেবে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জলকে মনোনয়ন দেয়ার দাবি জানান। পরে তারা একই দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে পঞ্চগড় কাঠ মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, কাঁচামাল ব্যবসায়ী সমিতি, অটোবাইক চালক সমিতি, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, দোকান কর্মচারী ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইলেক্ট্রিক শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, হেয়ার কাটিং সেলুন কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ হকার্স ফেডারেশন, দাদা ভাই হকার্স সমিতি, জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, পূর্ব জালাসী কৃষক সমবায় সমিতি, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করে।