logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০ ১৫:৩২
সাপাহারে নারী’র অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে নারী’র অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইট্স প্রজেক্ট উপজেলা সিএস এলায়েন্স
স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী’র অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

নেটজ্ বাংলাদেশ কারিগরী সহযোগিতায় ও ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে সংগঠনের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ও প্রকল্পের ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু,তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার,এটিএন বাংলা’র নওগাঁ জেলা প্রতিনিধি রায়হান আলম, ফিল্ড অফিসার ভানু রায় সহ মানবাধীকার কর্মীবৃন্দ।