বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৪৬ বিজিবি সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ পদক পাচ্ছেন ৯ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পাচ্ছেন ১৫ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) পাচ্ছেন ২ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) পাচ্ছেন ২০ জন।
বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক ও বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকপ্রাপ্তরা (সেবা) নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।