logo
আপডেট : ৯ জুলাই, ২০১৯ ১৪:৫৯
দেশে মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের হার কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক

দেশে মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের হার কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান গত শনিবার সাভার মডেল কলেজের নবীন বরণ-২০১৯ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, রফতানি ও রিজার্ভ বেড়েছে, বিদেশ থেকে রেমিট্যান্স আসছে এবং মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের হার কমেছে। যদি আমরা সবাইকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারি তাহলে বাংলাদেশকে অবশ্যই সিংগাপুর, মালয়েশিয়ার মতো উন্নত দেশ হিসেবে গড়তে পারব।

প্রতিমন্ত্রী আরো বলেন, এবার সরকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। যেখানে ২ লাখ ১১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট দেয়া হয়েছে। আমরা এ টাকা দিয়ে উন্নয়ন করতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদের অভিনন্দন জানাই যে, তোমরা বাংলাদেশ গড়ার হাল ইতোমধ্যেই ধরেছ। তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হবে। যেটা না পারবে তা শিক্ষকদের কাছ থেকে জেনে নিবে। উচ্চশিক্ষার জন্য ভালো ফলাফল করতে হবে।

খবর: বাংলার উন্নয়ন