logo
আপডেট : ৯ জুলাই, ২০১৯ ১৫:০১
৫ বছরে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ১ কোটি ২ লাখ গ্রাহক
অনলাইন ডেস্ক

৫ বছরে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ১ কোটি ২ লাখ গ্রাহক

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে জানিয়েছেন, বিগত পাঁচ বছরে এক কোটি ৯০ লাখ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ খাতে নানামুখী পদক্ষেপের ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চার গুণ বৃদ্ধি পেয়েছে।

রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য আফজাল হোসেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে তার পক্ষে সম্পূরক প্রশ্নের উত্তর দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

সংসদে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপে ২০০৯ সালে চার হাজার ৯৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ ২১ হাজার ৬২৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত মোট ১৩ হাজার ৫৩৬ মেগাওয়াট ক্ষমতার ১১৪টি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে।

তাছাড়া আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত থেকে আমদানির মাধ্যমে আরো এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

খবর: বাংলার উন্নয়ন