গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র ও সোনাভরি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চলের ফসলি জমি ও গ্রাম প্লাবিত হয়েছে।অব্যাহত পানি বৃদ্ধির ফলে উপজেলার তিনটি ইউনিয়নের ২০ টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে আছে।গৃহপালিত গবাদি প্রাণী ও পাখি নিয়ে সবচেয়ে বেশি বিপদে আছে মানুষ।বৃষ্টি হওয়ার ঘরের বাহির করা যাচ্ছে না আবার ঘরেও রাখা যাচ্ছে না আক্রান্ত হচ্ছে নানা রোগ ব্যাধিতে।
উপজেলার আজগরদেওয়ানী পাড়া গ্রামে সোনাভরী নদী সংলগ্ন গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। আতঙ্কে দিন কাটাচ্ছে ৩০ টি পরিবার।ওই গ্রামের মাজম আলী বলেন পানির স্রোত এহন কম তাই ভাঙ্গন বন্ধ আছে স্রোত শুরু হইলেই নদী ভাঙ্গবো।সদর ইউনিয়নের মদনের চর গ্রামের লালমিয়া (৪৫)বলেন বাড়ির চারপাশে পানি এহনও পানি বাড়ছে।পাট নিয়া বিপদে আছি যদি পানির স্রোতে যদি জাগ ভেসে যায়।
কোদালকাটি ইউনিয়নের আমিনুর রহমান বলেন,পানি এখনও বাড়ছে বৃষ্টিও অব্যাহত রয়েছ।নিচু জমি গুলোতে চিনা কাউন সহ কিছু সবজি জাতীয় ফসল ছিল সেগুলো ডুবে গেছে।বুধবার বিকেলে কুড়িগ্রাম পানি উবন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে চিলমারী পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি এখনও পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, নদী তীরবর্তী বিভিন্ন ধরনের ৩০ একরের মত ফসলি জমি পানিতে ডুবে গেছে।দ্রুত পানি নেমে গেলে কোন ক্ষতি হবে না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো জানান,অতিবৃষ্টির কারনে এই বন্যার প্রাদূর্ভাব দেখা দিয়েছে।উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন,নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার দের সতর্ক থাকতে বলেছি জেলা প্রশাসন থেকেও সকল প্রস্তুতি রাখা হয়েছে বন্যা মোকাবেলায়।