logo
আপডেট : ৮ জানুয়ারী, ২০২১ ১৪:৩৪
টিএমএসএস মাইক্রোক্রেডিট সেক্টরের জোন ও অঞ্চল প্রধানদের পর্যালোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি

টিএমএসএস মাইক্রোক্রেডিট সেক্টরের জোন ও অঞ্চল প্রধানদের পর্যালোচনা সভা

টিএমএসএস মাইক্রোক্রেডিট সেক্টরের অপারেশন-১ এর জোন ও অঞ্চল প্রধানদের অগ্রগতি পর্যালোচনা সভা গতকাল বৃহস্পতিবার হোটেল মম ইন এর কনফারেন্স রুম নওদাপাড়া বগুড়ায় অনুষ্ঠিত হয়।

কোভিড পরবর্তী ত্রৈমাসিক পর্যালোচনা এই সভায় দেশের সার্বিক অবস্থায় কার্যক্রম পরিচালনায় বিভিন্ন গুরুত্ব তুলে ধরা হয়। সভায় বক্তব্য রাখেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, টাস্ক ফোর্স এর চেয়ারম্যান আহসান হাবিব, পরিচালক মাহবুবর রহমান, পরিচালক বজলুর রহমান, ডোমেইন প্রধান কামরুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী বক্তব্য রাখেন টিএমএসএস এর এইচইএম সেক্টর প্রধান সোহরাব আলী খান। সভাপতিত্ব করেন পরিচালক মোহাম্মদ আলী মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব।