টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাত পড়ে পিতা-পুত্র দুই জন নিহত হয়েছেন।শনিবার জেলার টাঙ্গুয়ার হাওর লাগোয়া ঘাড়কিত্বা হাওরে মাছধরাকালে আকস্মিক বর্ষণের সাথে বজ্রপাত পড়লে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল মিয়া (৪৭) তার শিশু পুত্র তারা মিয়া (১২)।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বজ্রপাতে পিতা পুত্র দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।জানাগেছে, টানাবর্ষণে পাহাড়িঢলে বন্যাকবলিত হয়ে ঘরে খাবার না থাকায় মাছ ধরে বিক্রির আশায় শনিবার ভোওে উপজেলার মানিকখিলা গ্রামের হারিদুল তার শিশুসন্তান তারা মিয়াকে সাথে নিয়ে ছোট নৌকায় করে টাঙ্গুয়ার হাওর লাগোয়া ঘাড়কিত্বা হাওরে মাছ ধরতে যান।মাছধরাকালে সকাল পৌণে ন’টায় প্রবলবর্ষণের সাথে বজ্রপাত পড়লে পিতা-পুত্র দুইজনই আহত হন। খবর পেয়ে পরিবার ও গ্রামের লোকজন তাদেরকে হাওর থেকে উদ্যার করে তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিতা পুত্র দুইজনকেই মৃত ঘোষণা করেন।