
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১ ১৯:৪৫
রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মুলে তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকšদ জানান,আদালতের দেয়া বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামীদের ধরতে উপজেলা জুরে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে শেফাদুল ইসলাম (৫০),একই গ্রামের বাবুর ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) ও ভবানীপুর গ্রামের বাঘার ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।