logo
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১ ১৫:২২
সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের ইন্তেকাল
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের ইন্তেকাল

নীলফামারী - ৪  (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে সন্তান, দুই ভাই, এক বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা শহরের উপকন্ঠে পাটোয়ারীপাড়ার মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে নীলফামারী- ৪  (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আদেলুর রহমান আদেল, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকত চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।