logo
আপডেট : ১৪ জুলাই, ২০১৯ ১২:৪১
এরশাদকে সামরিক কবরস্থানে দাফন করা হবে
অনলাইন ডেস্ক

এরশাদকে সামরিক কবরস্থানে দাফন করা হবে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে চারটি জানাজা শেষে আগামীকাল সোমবার ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের উপ-প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আজ রোববার বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে রংপুরে নেয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় এনে সামরিক কবরস্থানে দাফন করা হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল পৌনে আটটার দিকে এরশাদ মারা যান। গত ২৬ জুন থেকে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টের সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত প্রায় আট মাস ধরে টানা অসুস্থ ছিলেন এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হওয়ায় নির্বাচনী প্রচারণায়ও তিনি অংশ নিতে পারেননি।