সুইডেনে উত্তরাঞ্চলীয় শহর উমেয়ার একটি দ্বীপের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
রোববার বিকালে প্যারাসুটবাহী বিমানটি দেশটির উত্তরাঞ্চলীয় একটি নদীতে বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আচমকা বিকট শব্দ শুনতে পান। এ সময় তিনি দেখেন একটি বিমান নিচের দিকে করে নেমে পড়ে যাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আরোহীরা প্যারাসুটে করে নামার চেষ্টা করতে দেখা গেছে।
দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ার নির্মিত এক ইঞ্জিনবিশিষ্ট ছোট এ ধরনের বিমান সুইডেনে বেশ জনপ্রিয়।
বিমানটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
খবর গার্ডিয়ানের।