logo
আপডেট : ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:২৭
সারিয়াকান্দি ধু-ধু বালু চরে প্রাণের মিলন মেলা
প্রেস বিজ্ঞপ্তি

সারিয়াকান্দি ধু-ধু বালু চরে প্রাণের মিলন মেলা

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল, অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরাসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্য সারিয়াকান্দি ধু-ধু বালু চরে প্রাণের মিলন মেলায় মিলিত হন।

সোমবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান হতে বেরিয়ে প্রত্যেককের প্রতিভাকে উপস্থাপন করে চলন্ত বাসে। মনোমুগ্ধকর গানে মুখরিত করে তোলে যাত্রা পথকে। সবাই যেন অতীতে ফিরে গিয়ে স্মৃতিগুলো স্মরণ করছে গান-বাজনার মধ্য দিয়ে। চলতে চলতে কখন যে পৌঁছে গেলাম টেরই পেলাম না। যমুনার পাড়ে গিয়ে অপূর্ব দৃশ্যের অবতারণা হয়। চোখ রাখতেই দৃশ্যগুলো এমন নজর কাড়া, প্রাণ কাড়া ছিল যেন কক্সবাজারকেও হার মানিয়েছে। যমুনা নদীতে ছোট বড় মাঝারি নৌকাগুলোর মাঝিমাল্লারা ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি গান গেয়ে গেয়ে এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে চলছে। কেহ মাছ ধরায় ব্যস্ত, কেহবা এপার  হতে ওপারে লোকজন পারাপার করছে, কেহবা নৌকা বোঝাই মালামাল বহন করছে। হঠাৎ চোখে পড়ে যায় সাজানো গোছানো পরিপাটি একটি নৌকা সান্ত্রীর মতো দাঁড়িয়ে আছে। নৌকার সাজ-সজ্জার আলোকচ্ছটা শুধু দৃষ্টি কাড়েনি, আকৃষ্ট করেছে তার প্রাণে ছুটে যেতে। সবাই ছুটে গিয়ে বিভিন্ন ভঙ্গিমায় বসতে শুধ করল। পদমর্যাদা ভুলে গিয়ে প্রাণের উচ্ছ্বাসে আবারো নাচ-গান, হাততালির মধ্য দিয়ে ডাকাত মারা চরে পৌঁছিলাম। ধু-ধু বালু চর, কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে কোন বসতি নেই। হৈ হুল্লোড় করে নেমেই আনন্দ উপভোগে ব্যস্ত হয়ে পড়ে সবাই। ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসেবে মোবাইলে ধারণ করা হয় এনালগ প্রকৃতির দৃশ্যাবলী। এরই ফাঁকে বালু চরে শুরু হয় ভলিবল প্রতিযোগিতা। ভালভাবে পা রাখার ঠাঁই না থাকলেও মনের মাধুরীতে ঠাঁই দিয়ে ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চোখে মুখে আনন্দ উল্লাসের ছাপ পরিলক্ষিত হয়। দুঃখ বেদনা হতাশাকে বিদায় দিয়ে পুনঃ উজ্জীবিত হয়ে নৌকাযোগে ফিরে এলাম নদীর কূলে। ক্ষুধার যন্ত্রণাবোধ না থাকলেও খাবার দেখে তৃপ্তিসহকারে খাবার খেয়ে সবাই মিলে ফিরে এলাম আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে।