logo
আপডেট : ১৫ জুলাই, ২০১৯ ২০:৪৭
বগুড়ায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বৃক্ষরোপণ ও সঙ্গীত শিক্ষালয়ের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বৃক্ষরোপণ ও সঙ্গীত শিক্ষালয়ের উদ্বোধন

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া শাখার আয়োজনে ও বগুড়া সরকারি কলেজের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। সোমবার বিকালে বগুড়া সরকারি কলেজে প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ নূরুন্নবী। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. প্রণবানন্দ সাহা, মামুনুর রশিদ, ড. মনসুর আহমেদ, ফজলে বারি রতন এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী। নাট্যজন তৌফিক হাসান ময়না, মির্জা আহসানুল হক দুলাল, দৌলতুজ্জামান দৌলত, কৃতি ক্রীড়াবিদ নুরুল আলম টুটুল, ডা: গোপল চন্দ্র কর্মকার, মিতা হক, আলী মাসুদ বাবু, রূপা দত্ত, স্মৃতি রানী বসাক।

এছাড়া একই দিন সন্ধ্যায় পৃথকভাবে বগুড়া সরকারি কলেজের হল কক্ষে সন্ধ্যায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়ার আয়োজনে সঙ্গীত শিক্ষালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সঙ্গীতজন অধ্যাপক মৃণাল কান্তি সাহা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাস। বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত স্ংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দীকি, শিক্ষাবিদ মামুনুর রশিদ, ড. প্রণবানন্দ সাহা, হাফিজুর রহমান প্রমুখ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া শাখার শিল্পী ও শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত সঙ্গিত পরিবেশন করেন সংগঠনের সাধারণ সম্পাক অমরেশ মুখার্জ্জী।