কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে গেছে রাজীবপুর উপজেলা শহরের দোকানপাট, উপজেলা পরিষদ চত্বরেও বন্যার পানি প্রবেশ করেছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী কুড়িগ্রাম,গাইবান্ধা, জামালপুর জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।বন্যায় উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।সেই সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।উপজেলা পরিষদ থেকে আজ সোমবার পর্যন্ত কোন ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয় নি।
সেমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ও সোনাভরি নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলা পরিষদ চত্বরে পানি ঢুকে পরে।উপজেলা শহরের নামা বাজারের দোকনগুলোতেও পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে।পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। কৃষকের পাট ক্ষেত অথৈ পানিতে ডুবে যাওয়ায় কাটতে পারছে না।বানভাসীরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে গবাদি প্রাণী নিয়ে।খাদ্যের অভাব ও পানিতে থাকায় নানা রোগে আক্রান্ত হচ্ছে প্রাণীগুলো।বন্যার পানি উঠায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে।
কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু বলেন,আমার ইউনিয়নে গত কয়েকদিন থেকে বন্যার পানিতে ৬ হাজারের মত মানুষ পানিবন্দি ১৫০ শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। ইউএনও স্যারের কাছে ত্রাণের কথা বললে দেই দিচ্ছি বলে ।আজকে পিআইও ডেকেছিল এক টন চাল নিতে আমি নেই নি এত স্বল্প চাল নিয়ে বানভাসি দের মাঝে বিতরন করা সম্ভব না।রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান,তার এলাকার ১৪ হাজার মানুষ পানিবন্দি শতাধিক বাড়িঘর নদীতে ভেঙ্গে গেছে ।ইউএনও স্যারের নিকট ত্রানের বিষয়ে জানতে চাইলে তিনি ৩০ প্যাকেট(বিভিন্ন উপকরনসহ ) ত্রাণ নিয়ে বিতরন করতে বলেন আমি বলেছি এত অল্পপরিমাণ ত্রাণ নিয়ে বিতরন করা সম্ভব নয়।বানভাসিরা খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলেও জানান তিনি। দ্রুত উপজেলা প্রশাসনের কাছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরনের দাবি জানায়।ত্রাণ বিতরণ না হওয়ার বিষয়ে রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, ত্রানের জন্য চালের বরাদ্দ পাওয়া গেছে আগামীকাল মঙ্গলবার বন্যার্ত দের মাঝে বিতরন করা হবে।
বন্যার্তা মানুষের মাঝে ত্রাণ বিতরনে বিলম্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন,বরাদ্দ পাওয়া নিয়ে কিছুটা সমস্য হয়েছিল আগামীকাল মঙ্গলবার সব ইউনিয়নে মেডিকেল টিম সহ বন্যার্তদের মাঝে স্বাস্থ্য পরীক্ষা ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরন করা হবে।