logo
আপডেট : ১৫ জুলাই, ২০১৯ ২১:০৬
শেরপুরে এক ডজন মামলার পলাতক আসামি শিবির নেতা হালীম গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে এক ডজন মামলার পলাতক আসামি শিবির নেতা হালীম গ্রেফতার

বগুড়ার শেরপুরে প্রায় এক ডজন মামলার পলাতক আসামি আব্দুল হালীম (২৯) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের দেলবর রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।আজ সোমবার (১৫জুলাই) বিকেলে শেরপুর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়ায় জেলহাজতে পাঠানো হয়েছে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, বিগত ২০১০সাল থেকে ২০১৬সাল পর্যন্ত শিবির নেতা আব্দুল হালীমের বিরুদ্ধে নাশতকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে শেরপুর থানায় ১০টি মামলা দায়ের হয়। এরমধ্যে ৬টি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শিবির নেতা আব্দুল হালীম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত রোববার (১৪জুলাই) সন্ধ্যার দিকে শেরপুরের হাপুনিয়া মাদরাসার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার হওয়া ওই শিবির নেতার বিরুদ্ধে বগুড়া আদালতে ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।