logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৩৫
বগুড়াবাসী মমতাজ উদ্দিনকে শুদ্ধাভরে স্মরণ করবে: মজনু
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়াবাসী মমতাজ উদ্দিনকে শুদ্ধাভরে স্মরণ করবে: মজনু

বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় প্রয়াত মমতাজ উদ্দিন নিরলসভাবে কাজ কর গেছেন।বগুড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামীলীগকে শক্তিশালী সংগঠন গড়ে তুলেছিলেন। একারণেই বগুড়ায় আওয়ামী লীগ আজ সু-সংগঠিত।তিনি বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বগুড়ার সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও ক্রীয়া ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন।তার মৃত্যুতে অভিভাবক শুন্য হয়েছে বগুড়া। যা কখনোই পূরণ করবার নই। বগুড়াবাসী তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আজ দুপুর ১ টায় ঐতিহাসিক সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের আয়োজনে প্রয়াত জননেতা আলহাজ্ব মমতাজ উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে মজিবুর রহমান মজনু এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বগুড়ায় মমতাজ উদ্দিন সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে সারাজীবন কাজ করেছেন।দলের প্রত্যেকটি নেতাকর্মী মমতাজ উদ্দিনকে সারাজীবন স্মরণ করবে। এসময় আরো উপস্থিত ছিলেন টি জামান নিকেতা, এ্যাড:মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, তবিবর রহমান তবি, শাহরিয়ার আরিফ ওপেল, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস, নাসরিন রহমান সীমা, আনিছুজ্জামান মিন্টু, খালেকুজ্জামান রাজা, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, গৌতম কুমার দাস, মাফুজুল ইসলাম রাজ, শুভাশীষ পোদ্দার লিটন, ডালিয়া নাসরিন রিক্তা, দিলরুবা আমিনা আক্তার সুইট, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেকুজ্জামান রাজন প্রমুখ।