logo
আপডেট : ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:২৭
তালা ভেঙে হলে ঢুকলেন ঢাবি শিক্ষার্থীরাও
অনলাইন ডেস্ক

তালা ভেঙে হলে ঢুকলেন ঢাবি শিক্ষার্থীরাও

এবার তালা ভেঙে হলে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ইতোমধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল এবং অমর একুশে হলের ভেতরে অবস্থান নিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

এর আগে প্রশাসনের নির্দেশ অমান্য করে আজ দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে প্রবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এর পর আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের মূল ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসন কর্তৃক কোনো বাধার সম্মুখীন হতে হয়নি শিক্ষার্থীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার এ বিষয়ে বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা দেখছি কী করা যায়।

এদিকে, সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও হল খোলার দাবিতে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করছেন বলে খবর পাওয়া গেছে।