logo
আপডেট : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৪০
নন্দীগ্রামে জোহা হত্যা দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে জোহা হত্যা দিবস পালিত

২৩ ফেব্রুয়ারি বগুড়ার নন্দীগ্রামে জোহা হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বেলা ১১ টায় জোহা স্মরণীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিণী ফাতেমা জোহরা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। ১৯৯৩ সালে জামায়াত-শিবির তৎকালিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বুলুর ছেলে সামছুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। সে থেকে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগ ২৩ ফেব্রুয়ারি জোহা হত্যা দিবস পালন করে আসছে। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে এ দিবসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।