logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২৯
পঞ্চগড়ে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা

পঞ্চগড়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাদ জাহান। সভায় গ্রাম আদালতের প্রচার বিষয়ক উপস্থাপনা করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. আমির হোসেন।

সভায় জানানো হয় জুলাই-২০১৭ থেকে জানুয়ারী-২০২১ পর্যন্ত পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৪৩টি গ্রাম আদালতে সরাসরি ইউনিয়ন পরিষদে ১২ হাজার ২৪০টি এবং উচ্চ আদালত থেকে ৫১৩টি মামলার মধ্যে ১২ হাজার ৬৯৮টি মামলা নিস্পত্তি করা হয়েছে। বর্তমানে চলমান রয়েছে ৬৯টি মামলা। এ ছাড়াও গ্রাম আদালতের মাধ্যমে ৪ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।