logo
আপডেট : ১৬ জুলাই, ২০১৯ ২১:৩৬
ক্রিড়া চর্চাই পারে মানুষকে অন্যায় কাজ থেকে দুরে রাখতে : শফিক
ষ্টাফ রিপোর্টার

ক্রিড়া চর্চাই পারে মানুষকে অন্যায় কাজ থেকে দুরে রাখতে : শফিক

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক বলেছেন, যুব ও ছাত্র সমাজকে খেলার মধ্যে রাখতে হবে। ক্রিড়া চর্চাই পারে মানুষকে সকল মাদক, সন্ত্রাস ও অন্যায় কাজ থেকে দুরে রাখতে। তাই আমাদের সবার দায়িত্ব সন্তানকে সুপথে পরিচালিত করতে ক্রিড়া চর্চার মধ্যে রাখার। তিনি বলেন, আমাদের সবাইকে নৈতিক শিক্ষা বেশি করে গ্রহন করতে হবে। ভালোকাজে নিজেদের অংশগ্রহন বাড়াতে হবে। সমাজথেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মত সামাজিক অভিশাপগুলি থেকে নিজের সন্তান, পরিবারসহ সবাইকে দুরে রাখতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের চকলোকমান এলাকার ফয়জুল উলুম দাখিল মাদরাসার ৩৬ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলি বলেন।মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ওয়াসিম আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,  অত্র মাদরাসার উপদেষ্টা খন্দকার মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আলী শেখ, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আব্দুল মান্নান প্রমূখ।