"মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"-এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা আক্তার এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী গোটা উপজেলায় প্রচারণা, র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,সহকারী মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ।