পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য বিভাগ।আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য বিভাগের হাতে নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আফতাব উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’। মৎস্য সপ্তাহ (১৭ জুলাই-২৩ জুলাই) উপলক্ষে জেলা মৎস্য বিভাগ শোভাযাত্রা, আলোচনাসভা, পোনা অবমুক্তকরণ ও মৎস্য মেলার আয়োজন করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আফতাব উদ্দিন বলেন, পঞ্চগড় জেলায় বাৎসরিক মাছের চাহিদা ১৮ হাজার ৩৫২ মেট্রিক টন। এর মধ্যে পঞ্চগড়ে উৎপাদিত হয় ১৭ হাজার ২৮১ মেট্রিক টন। জেলায় মাছের ঘাটতি এক হাজার ৭১ মেট্রিক টন। তিনি বলেন, জেলার মাছের উৎপাদন বৃদ্ধিতে পুকুর ও খাল পুনঃ খননসহ ৪টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসকল প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় উৎপাদিত মাছ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ অন্য জেলায় নেয়া সম্ভব হবে।