নওগাঁর সাপাহারে মহিলা কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন’র সভাপতিত্বে বুধবার দুপুরে নির্বাহী অফিসারের সভাকক্ষে মহিলা কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন নওগাঁ পুলিশ সুপার (এস.পি) ইকবাল হোসেন পি.পি.এম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা গোয়েন্দা শাখার বিশেষ পুলিশ সুপার ফারজানা হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা আক্তার প্রমুখ।