logo
আপডেট : ১৭ জুলাই, ২০১৯ ২২:০৯
শিবগঞ্জের জনপ্রিয় নারী নেত্রী বিউটী বেগম আবারও কারাগারে
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জের জনপ্রিয় নারী নেত্রী বিউটী বেগম আবারও কারাগারে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জনপ্রিয় নারী নেত্রী সাবেক ২ বারের নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গরিব ও মেহনতি মানুষের আপনজন জনাবা বিউটী বেগমকে বুধবার বগুড়া ম্যাজিষ্ট্রেট কোর্টে গত সংসদ নির্বাচনে সময় দায়ের করা ভাংঙ্গচুর ও  বিষ্ফরন মামলার জামিন নিতে গেলে মহামান্য আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। বিবেকবান মহলের দাবী তাকে সামাজিক ভাবে হেয় করার জন্যই মিথ্যা নাশকতার মামলায় আবারও গ্রেফতার করা হয়েছে।

এ নাশকতার মামলা দায়ের হয়েছিলো গত জাতীয় নির্বাচনের আগে। সেই মামলায় তাকে জাতীয় নির্বাচনের প্রচারণা থেকে দুরে রাখতে পূর্বেও গ্রেফতার করা হয়েছিলো। নির্বাচনের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে এসে তিনি জনগনের দাবীর প্রেেিত গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগনের ভালোবাসা পেয়েছেন। সেই নাশকতা মামলায় আবারও জামিন নিতে গেলে বুধবার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় মহামান্য আদালত। এদিকে তার গ্রেফতারের খবর শিবগঞ্জ এলাকার আনাচে কানাচে ছড়িয়ে পড়লে সাধারণ জনসাধারণ দূঃখ প্রকাশ করে বলেছেন, বারবার মিথ্য মামলায় কারাবরণকারী জনপ্রিয় নেত্রী বিউটী আপাকে অচিরেই মুক্তি দিয়ে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিতে মাননীয় আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন। মিথ্যা মামলা প্রত্যাহার ও জামিনের দাবিতে বিবৃত্তি দিয়েছেন  শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি আব্দুল জালাল মন্ডল, বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুর রহিম ধলু, বুুড়িগঞ্জ ইউপি নেতা আলমগীর হোসেন, শিবগঞ্জ সদর ইউনিয়ন  বিএনপি নেতা খলিলুর রহমান সহ প্রমূখ।