logo
আপডেট : ২০ মার্চ, ২০২১ ১৭:০৯
কামরাঙ্গার আচার তৈরি করার সহজ রেসিপি
অনলাইন ডেস্ক

কামরাঙ্গার আচার তৈরি করার সহজ রেসিপি

উপকরণ : কামরাঙ্গা ১ কেজি, পাঁচফোড়ন গুঁড়ো ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে বাটা গুঁড়ো ১ চা চামচ, শুকনা মরিচ টালা গুঁড়ো ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, তেল হাফ কাপ, লবণ পরিমাণমতো, সিরকা ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে কামরাঙ্গা ভাল করে ধুয়ে নিতে হবে। কামরাঙ্গা কেটে মাঝ খানের বিচিও ফেলে দিতে হবে। কড়াইয়ে তেল গরম হলে এক একে সব মসলা দিয়ে দিন। মসলা কষানো হলে কামরাঙ্গা, লবণ, চিনি, সিরকা দিয়ে জ্বাল দিন। কামরাঙ্গা সিদ্ধ হলে ও আচার মাখা মাখা হলে উপরে পাঁচফোড়নের গুঁড়ো ছিটিয়ে চুলা থেকে নামিয়ে নিন। আচার ঠান্ডা হলে সংরক্ষণ করুন।