logo
আপডেট : ৩ এপ্রিল, ২০২১ ১৬:৫৫
ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির দলীয় হুইপ নিয়োগ
অনলাইন ডেস্ক

ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির দলীয় হুইপ নিয়োগ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ নিয়োগ দিয়েছে বিএনপি। আজ শনিবার (৩ এপ্রিল) বিকালে ব্যারিস্টার রুমিন ফারহানা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।