logo
আপডেট : ৬ এপ্রিল, ২০২১ ১৭:০০
পঞ্চগড়ে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে চলছে সাতদিনের লকডাউন। কিন্তু লকডাউনের মধ্যে ‘সীমিত পরিসরে’ সব চলছে স্বাভাবিকভাবেই। দুর ও স্বল্প পাল্লার বাস মিনিবাস ছাড়া সড়ক মহাসড়কে চলছে সব ধরণের গণপরিবহন। মালবোঝাই ট্রাক-ট্রলির কারণে মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে যানজটেরও। বাজার ঘাট চলছে সব আগের মতই। পঞ্চগড় জেলা শহরের এমন কোন দোকান নেই যেটি খোলা ছিল না। তবে যে কোন সময় প্রশাসনের লোকজন আসতে পারে এই ভয়ে এক সার্টার খোলা রেখেই দিনে রাতে চলছে বেচাকেনা। প্রশাসনের কাউকে আসতে দেখলেই সার্টার নামালেই দোকান বন্ধ। তবে লকডাউনের মধ্যে ব্যবহার বেড়েছে মাস্কের। শহরে আসা অধিকাংশ মানুষই মাস্ক পড়েছে। আগেই মত কিছু লোকের মাস্ক পকেটেই ছিল।  

এদিকে গত সোমবার বিকেলে লকডাউনের মধ্যেও দোকান খোলা রাখায় পঞ্চগড় বাজারের আলহাজ¦ কথ স্টোরে জরিমানা করতে চাইলে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের উপর চড়াও হয় বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীরা। পরে প্রতিরোধের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তিনি। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই দোকান খোলা রাখার দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীরা। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বেলে মিছিল করতে থাকে। এ সময় সড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।