logo
আপডেট : ৭ এপ্রিল, ২০২১ ১৪:৪৪
ব্রাজিলে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার মৃত্যু
অনলাইন ডেস্ক

ব্রাজিলে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার মৃত্যু

করোনার ভয়াল থাবার বিপর্যন্ত ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে ৪ হাজারেরও বেশী মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের স্থানীয় সময় মঙ্গলবারে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এত মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। আর সব মিলিয়ে এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা  ৩ লাখ ৩৭ হাজার।

করোনা আক্রান্ত মানুষের মৃত্যুর পারদ তুঙ্গে উঠলেও এখনই লকডাউন দিতে রাজি নন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।  তার যুক্তি অর্থনৈতিক বিপর্যয় ঘটলে সেটা করোনার থেকেও বিপদজনক হতে পারে। তবে মাত্র একদিনে ৪ হাজার ১শ ৯৫ জন মানুষের মৃত্যু নিয়ে কোন মন্তব্য করেননি বোলসোনারো। উল্টো তিনি করোনার লাগাম টানতে বিভিন্ন জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ যেসব বিধি-নিষেধ আরোপ করেছেন সেগুলোর বিলুপ্তির জন্য আদালতের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছেন।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যাচ্ছে, করোনার তান্ডবে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম। হাসপাতালে উপচে পড়া রোগীর সংখ্যা সামাল দিতে একদিকে যেমন চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন অন্যদিকে প্রতিনিয়ত মারা যাওয়া মানুষের লাশের সারি তাদের মনোবল ভেঙে দিচ্ছে। এমনকি মৃতদের সৎকার করতেও হিমশিম খাচ্ছে সরকার।

বর্তমানে ব্রাজিলের হাসপাতালগুলোতে অনেক রোগীকে দীর্ঘ সময় চিকিৎসার জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেকে চিকিৎসা পাওয়ার আগেই মারা যাচ্ছে। এদিকে একই দিনে ব্রাজিলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন।

খবর: বিবিসি