logo
আপডেট : ১২ এপ্রিল, ২০২১ ১৬:৫৪
আর্তমানবতার সেবায় আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন
প্রেস বিজ্ঞপ্তি

আর্তমানবতার সেবায় আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন

গরীব-মিসকিনদের ঠিকানা হোটেল আকবরিয়া হৃদয়ে ধারন করছে শতাব্দীকাল ব্যাপি উত্তরজনপদের মানুষ। ঠিক তেমনি আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন দুঃখী মানুষের দুঃখ মোচন, বিপন্ন জনের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দেয়া, ছোট ছোট উপকারে ব্রতী হওয়ার মধ্যেই মনুষ্যত্বের প্রকাশ ঘটানো সম্ভব। এমন ভালো চিন্তা-চেতনাকে বাস্তবে রুপ দেয়ার জন্য লকডাউনে নাভিশ্বাস জনজীবনের একটা অংশ অসহায় নারী-পুরুষদের মাঝে সিয়াম সাধনার মাসের শুরুতে চাল বিতরণ করা হলো এমন কথা জানালেন আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল। ‘অন্ন হীনে অন্নদান, বস্ত্র বস্ত্রহীনে স্বার্থ শূণ্য হয় যদি এ দান স্বর্গের দেবতা নহে দাতার সমান’ সকলের সঙ্গে মিলে মিশে জীবন-ধারন এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। নিজের স্বার্থের জন্য কেবল জীবন নয় বরং আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে এসে বৃহত্তর মানব সমাজের সঙ্গে গভীর যোগসূত্র রচনাতেই মানব জীবনের সার্থকতা। ‘জীবের প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ^র’। জনসেবা প্রত্যেক মানুষেরই হৃদয়বৃত্তি। এ হৃদয়বৃত্তির জাগরনই মনুষ্যতের পরিচায়ক। মানুষের জীবনে যদি মহৎ সেবা ব্রতের পূর্ণদিক্ষা থাকে যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই মহাপ্রানতা অঙ্গিকার তবেই এই ধুলার ধরনীতে একদিন প্রেম ও ভালোবাসার দেবতার হবে অভিষেক। গতকাল সোমবার দুপুরে বগুড়ার কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের অফিসে অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণে অংশ নেন আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার আন্দালিবুর রহমান, আকবরিয়া লিমিটেডের ম্যানেজার এইচ আর আনোয়ারুল হক, এ্যাডমিন অফিসার ইশরাত জাহান, ম্যানেজার সুজন মিয়া ও সমাজসেবক রতন মন্ডলসহ প্রমুখ।